ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিংগাইরে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম
মানিকগঞ্জের সিংগাইরে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
 
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন খান।
 
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন খান বলেন, ধল্লা পুলিশ ফাঁড়ির পাশে সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দখল করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তারা না শুনলে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়। সরকারি জমি দখলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
NJ
আরও পড়ুন