নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী এলাকায় ঘটে এ ঘটনা।
আহতরা হলেন- আমির হোসেন (৫০), তাওলাদ হোসন (৩৫), বিলকিস (৪০), রোজিনা (৩০), বীথি (২৫) সুফিয়া (৬০)। তাদের মধ্যে আমির হোসেন ও তাওলাদ হোসেনকে গুরুতর অবস্থায় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত ইনচার্জ রাশেদুল হাসান খান বলেন, আমির হোসেনের দায়েরকৃত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ তদন্তে আছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
