ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রীপুরে ৩১ দফা বাস্তবায়নে আক্তারুলের লিফলেট বিতরণ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম

বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসন এলাকায় লিফলেট বিতরণ করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি লিফলেট বিতরণ করেন।

ক্যান্টনমেন্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের সঙ্গে বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য ও বার্তা তুলে ধরেন তিনি। লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগের সময় স্থানীয় বিএনপি নেতা ও সমর্থকসহ ৩ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


লিফলেট বিতরণকালে গাজীপুর-৩ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী আক্তারুল আলম মাস্টার বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগনের ভোটাধিকার ফেরাতে এ কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, শ্রীপুরের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে। এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ ধরনের গণসংযোগের মাধ্যমে জনগণের কাছে দলের বার্তা আরও স্পষ্টভাবে পৌঁছে যাচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পাচ্ছে।

NJ
আরও পড়ুন