ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২৩ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ শিশু খাদিজা

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পার হলেও এখনও উদ্ধার হয়নি ১৫ মাস বয়সী শিশু খাদিজা।
 
রোববার (২ নভেম্বর) সকালে ফরিদপুর শহর থেকে ৪ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে বেলা ১২টা পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করে শিশুটির কোন সন্ধান পাননি। বিকেল পর্যন্ত এ অভিযান চলে।
 
খাদিজা চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের বাসিন্দা শাকিল সিকদারের ছোট মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে খাদিজা ছোট। বাড়ি নদীর তীরে হওয়ায় সুযোগ পেলেই সে নদীর পাড়ে চলে আসত বলে জানায় তার পরিবার।
নিখোঁজ খাদিজার বাবা শাকিল সিকদার জানায়, গত শুক্রবার দুপুরে খাওয়া শেষ করে ঘরে বিশ্রাম করতে যেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় খাদিজা তার পাশেই ছিল। পরে উঠে দেখেন খাদিজা তার পাশে নেই। স্থানীয়দের কাছে জানতে পারেন খাদিজাকে নদী পাড়ে খেলা করতে দেখেছেন তারা।
 
এ সময় পরিবারের সদস্যরা নদীতে জাল ফেলে অনেক খোঁজ করেও মেয়েটির সন্ধান পাননি। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নদীতে শিশুটির খোঁজ করেন।
এ বিষয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মুর্তজা ফকির বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য তারা কাজ করে যাচ্ছেন। সকালে ডুবুরি দল কাজ করে শিশুটির কোন সন্ধান পাননি। ২৪ ঘণ্টা পরে শিশুটি ভেসে উাঠার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
NJ
আরও পড়ুন