ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা প্রকাশ করেন।
আজহারুল ইসলাম মান্নান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি।
এদিকে, মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকায় আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দলীয় নেতা-কর্মীরা। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয় এবং স্থানীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে আজহারুল ইসলাম মান্নানকে শুভেচ্ছা জানান।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘বিএনপি আমাকে এই আসনের প্রার্থী করে ত্যাগী নেতা-কর্মীদের প্রতি সম্মান দেখিয়েছে। আমি এ মনোনয়ন আমার এলাকার মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক হিসেবে দেখি।’
তিনি আরও বলেন, ‘সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে চাই।’
বরিশালের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী যারা
ময়মনসিংহ বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা