গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-সরঞ্জামসহ ৭ জনকে আটকের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছে সেনাবাহিনী।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গতকাল গাজীপুরের আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পুলিশ ও র্যাবের সহযোগিতায় শ্রীপুরের বরমীতে সন্ত্রাসী এনামুল হক মোল্লাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনামুল হক মোল্লা ও তার ৬ সহযোগীকে নিজ বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, দুটি ইলেকট্রিক শক মেশিন, ৪টি ওয়াকিটকি ও দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান আরও বলেন, সেনাবাহিনীর এই অভিযানকে ভিন্ন খাতে নিতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। যারা মিথ্যা অপপ্রচারে জড়িত, তারাও কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
তিনি বলেন, অভিযানের সময় বহু গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। তবুও কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে, যেমন- সন্ত্রাসী এনামুলের বাড়ি থেকে ব্যক্তিগত মালামাল খোয়া যাওয়ার গুজব। এসব অপপ্রচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ সময় এলাকাবাসীর সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের নয়, দেশের পক্ষে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
আবিদুলের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করলো রিউমার স্ক্যানার