ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে ঘিরে বানোয়াট ও মিথ্যা অপপ্রচার শনাক্ত করেছে দেশের অন্যতম ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার।
সংস্থাটির অনুসন্ধানে উঠে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর পাশে থাকা ব্যক্তিকে আবিদুল ইসলাম খান হিসেবে প্রচার করা হলেও, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
রিউমার স্ক্যানারের অনুসন্ধান বলছে, ওই ছবির গোল চিহ্নিত ব্যক্তি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থী আবিদুল নন, বরং তিনি হলেন আপেল মাহমুদ সবুজ, যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা।
রিউমার স্ক্যানার দাবি করেছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা কেবল বিচ্ছিন্ন নয়। তারা জানিয়েছে, একটি সংগঠিত মহল দেশ ও বিদেশ থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে গুজব, ভুয়া খবর ও অপপ্রচার ছড়াচ্ছে।
রিউমার স্ক্যানার বলছে, গুজব ও ভুয়া তথ্যের বিরুদ্ধে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণকে সঠিক তথ্য ও প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি এ বিষয়ে আরও সচেতন থাকার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।
ডাকসুর ভোটার তালিকা প্রদর্শনে গোপনীয়তা কার্যকর
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ