আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে ঘোষিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, জেলার ৪টি আসনে এবার মোট ২০ জন প্রার্থী ভোটের লড়াইয়ে নামছেন।
আসনভিত্তিক প্রার্থীদের তালিকা
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মো. হাবিবুর ইসলাম হাবিব, দাঁড়িপাল্লায় জামায়াতের মো. ইজ্জত উল্লাহ, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জিয়াউর রহমান, হাতপাখায় ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল করিম এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা): এখানেও ৫ জন প্রার্থী রয়েছেন। ধানের শীষে বিএনপির মো. আব্দুর রউফ, দাঁড়িপাল্লায় জামায়াতের মুহাম্মদ আব্দুল খালেক, লাঙ্গলে জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, হাতপাখায় ইসলামী আন্দোলনের মুফতি রবিউল ইসলাম এবং মোটরগাড়ি প্রতীক নিয়ে লড়ছেন জাসদের মো. ইদ্রিস আলী।
সাতক্ষীরা-৩ (আাশাশুনি-কালিগঞ্জ): এ আসনে প্রার্থীর সংখ্যা সর্বোচ্চ ৬ জন। ধানের শীষে বিএনপির কাজী আলাউদ্দিন, দাঁড়িপাল্লায় জামায়াতের হাফেজ মুহা. রবিউল বাসার, লাঙ্গলে জাতীয় পার্টির মো. আলিপ হোসেন, হাতপাখায় ইসলামী আন্দোলনের মো. ওয়াজেদ কুরুনী, ফুটবলে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) ডা. মো. শহিদুল আলম এবং রকেট প্রতীকে লড়ছেন বিএমএল-এর রুবেল হোসেন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক): উপকূলীয় এ আসনে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষে বিএনপির মো. মনিরুজ্জামান, দাঁড়িপাল্লায় জামায়াতের জি. এম. নজরুল ইসলাম, লাঙ্গলে জাতীয় পার্টির মো. আব্দুর রশীদ এবং হাতপাখায় লড়ছেন ইসলামী আন্দোলনের এস. এম. মোস্তফা আল মামুন।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সাতক্ষীরার ৪টি আসনে মোট ভোটার ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ এবং নারী ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ভোটাররা।
বড় দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও ছোট দলগুলোর প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন, যা ভোটের লড়াইকে বহুমাত্রিক করে তুলেছে।
সিলেটের পথে তারেক রহমান
তাসনিম জারা পেলেন ‘ফুটবল’ প্রতীক
