ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪ বছর পর কারামুক্ত বিএনপির সাবেক এমপি হাবিব

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম

দীর্ঘ প্রায় ৪ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে তিনি মুক্তি পান।

এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আমাকে ৭০ বছরের সাজা দেয়া হয়েছিলো যা বাংলাদেশের ইতিহাসে বিরল। আমি যে আপনাদের মাঝে ফিরে আসতে পারবো বিশ্বাস করিনি। জেলখানা থেকে আমার সাথী সাবু, লাকী, সাত্তার ও দিদারের লাশ প্রেরণ করতে হয়েছে। আমি নিজেও অসুস্থ্য।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ জল্লাদ শেখ হাসিনার থেকে মুক্তি পেয়েছে। ছাত্ররা জীবনের তাজা রক্ত দিয়েছে তাদেরকে আমি স্যালুট জানাই, সম্মান করি। আবু সাঈদসহ যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ১৫বছরে যারা নিহত হয়েছেন সেই শহীদের তালিকা তৈরির দাবি জানাচ্ছি।’

বিএনপি নেতা হাবিব বলেন, ‘এই কারাগারে আমাকে কনডেম সেলে রাখা হয়েছিলো। এখানে এখনো আ.লীগের ভুত আছে। আমি নব্যরাজাকার খুনি হাসিনার ফাঁসির দাবি করছি। আমার প্রিয় নেত্রী অসুস্থ্য, তার জন্য দোয়া চাচ্ছি, তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি।’

HK/MMS
আরও পড়ুন