ঢাকা
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে মোংলায় সাইকেল যাত্রা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম

শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে জলবায়ুর অর্থায়ন দাবিতে মোংলায় সাইকেল নিয়ে শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মোংলার মিঠাখালী বাজারে এর উদ্বোধন করেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। 

সাইকেল শোভাযাত্রার আয়োজনে ছিল-ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এশিয়ান পিপল্স মুভমেন্ট অন ডেবট এন্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), পশুর রিভার ওয়াটারকিপার এবং সুন্দরবন রক্ষায় আমরা’র।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশ  বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণ-প্রকৃতি এবং জীবন-জীবীকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই ভবিষ্যত ও অর্থনীতির জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে দিতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ধরিত্রী রক্ষায় আমরা’র (ধরা) মোল্লা আল মামুন, পরিবেশকর্মী সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু প্রমুখ।

 

RA/WA
আরও পড়ুন