ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

এবারের বৃক্ষ মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ নিয়ে ২৩টি স্টল বসেছে।

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম

‘বৃক্ষ নিয়ে সাজাই দেশ, সমদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৃক্ষমেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। 

অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার ফাইজা হাসান অর্ষার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (যশোর) বিকাশ চন্দ্র।

আরও ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সামাজিক বন বিভাগ সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাতক্ষীরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, সাতক্ষীরা সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মারুফ হাসান, ফরেস্টের মো. ইউনুস আলী, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নুরুল আমিন প্রমুখ। 

বক্তারা এসময় প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন। এবারের বৃক্ষমেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ নিয়ে ২৩টি স্টল বসেছে। মেলার উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

NC/WA
আরও পড়ুন