ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পুরুষের মত নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে: জামাতের আমির

‘মানবিক বাংলাদেশ গড়তে হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। যুবকের হাত হবে কর্মীর হাত। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না। আর এটাই আমাদের মূল লক্ষ্য।’

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পিএম

জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, পুরুষের মত নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

তিনি বলেন, ‘এদেশ আমাদের সবার। আমরা একটি সহনশীল মানবিক বাংলাদেশ চাই। যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ আবাল বৃদ্ধ বণিতা সকলেই মর্যাদার সঙ্গে বসবাস করবে। পুরুষের মত নারীরা নির্বিঘ্নে স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে। এ দেশটা সকলের জন্য  শান্তিময় হবে। থাকবে না চাঁদাবাজ, দখলবাজ।’

রোববার (১ ডিসেম্বর) সকালে সড়কপথে খুলনা থেকে ফরিদপুরে জনসভায় যাওয়ার পথে নড়াইলের মালিবাগ মোড়ে পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেক বড় বড় কথা বলে আওয়ামী লীগ এদেশের ক্ষমতা দখল করেছিল। ক্ষমতায় থেকে আরও বড় বড় কথা বলেছে। কিন্তু জনকল্যাণে কোনো কথাই বাস্তবায়ন করেনি। কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার, তাই তাই করেছে। এদেশের টাকা লুটপাট করে বিদেশ পাঠিয়েছে। জনগণের স্বাধীনতা হরণ করেছে। অবশেষে তারা তাদের অপকর্মের জন্য দেশ ছেড়ে পালিয়েছে।’

তিনি বলেন, ‘মানবিক বাংলাদেশ গড়তে হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। যুবকের হাত হবে কর্মীর হাত। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না। আর এটাই আমাদের মূল লক্ষ্য।’

পথসভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সার, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিনসহ জেলা উপজেলা পর্যায়ের নেতারা।

RA
আরও পড়ুন