ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খুলনায় জাতীয় নাগরিক কমিটির বিজয় দিবস উদযাপন

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সা‌ড়ে দশটায় আহম্মদ হামীম রাহাতের নেতৃত্বে শিববাড়ি চত্তর থেকে একটি র‍্যালী বের করে নাগরিক কমিটি খুলনা। 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পিএম

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় মহান বিজয় দিবস উদযাপন করেছে জাতীয় নাগরিক কমিটি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সা‌ড়ে দশটায় আহম্মদ হামীম রাহাতের নেতৃত্বে শিববাড়ি চত্তর থেকে একটি র‍্যালী বের করে নাগরিক কমিটি খুলনা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে শীব বাড়ির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ র‍্যালী। 

এ সময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মোড়ল, নুরুজ্জামান তুহিন, ডা. এফএম খালিদুজ্জামান, মো.ফরিদ পাঠান, রাবেয়া খাতুন রেখা, সাংবাদিক বশির হোসেন, এম সাইফুল ইসলাম, মো. বেলাল হোসেন রুবেল, মিনান মুশফিক,মো.রমজান, সাহানা পারভীন শিল্পী, হাফসা আক্তার,এস এম রিয়াজুল ইসলাম,ইমন মোল্লা, এ্যাড.মো.মইনুল ইসলাম জীবন, মো.তরিকুল ইসলাম, সাবিকুন্নাহার, জাকির হোসেন,মো.আশিকু রহমান, মো.আরিফুল ইসলাম, মো.সাকিব, মো.জয়,  মোসা.শারমিন সুলতানা হীরা, হাসিবুর রহমান প্রমুখ। এছাড়া খুলনার বিভিন্ন থানার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

NC
আরও পড়ুন