ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৫২ এএম

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের দুইটি স্বর্ণের বারসহ মোঃ কামাল হোসেন (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মোঃ কামাল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোঃ খোকন সরদারের ছেলে।  

এর আগে রোববার দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বাজারের পূর্ব পার্শ্বে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মোঃ খবির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাকডাঙ্গা বাজারের পূর্ব পার্শ্বে অবস্থান নেয়। এসময় কাকডাঙ্গা বাজারের পাকা রাস্তা দিয়ে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় মোঃ কামাল হোসেন আটক করে। পরে তার কোমরের বাম পার্শ্বে লুঙ্গীর সাথে কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বাইসাইকেল, মোবাইল ফোনসহ নগদ ১৬ শত টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ ৯১ হাজার ৫৭১ টাকা।

তিনি আরও জানান, আটক মোঃ কামাল হোসেনকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

MMS
আরও পড়ুন