দেশের বাণিজ্যিক ফুল চাষের প্রথম উদ্যোক্তা শের আলী সরদার মারা গেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৮ বছর। ব্রেইন স্ট্রোক করে তিনি দীর্ঘদিন শয্যাসায়ী ছিলেন।
এ দিন বাদ যোহর শের আলীর বাড়ি সংলগ্ন হিমাগারের সামনে তার প্রথম জানাজা এবং বাদ আসর গদখালি ফুল বাজারে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
শের আলী সরদারের হাত ধরে ১৯৮২ সালে বাংলাদেশে প্রথম বাণিজ্যিক ফুল চাষের যাত্রা শুরু হয়। তার দেখানো পথ ধরেই এখন শুধু যশোরে ফুল চাষের ওপর নির্ভরশীল প্রায় ছয় হাজারের বেশি মানুষ।
পানিসারা গ্রামের মৃত রহমান সরদারের ছেলে শের আলী সরদার ১৯৫০ সালে পানিসারায় জন্ম গ্রহণ করেন। তিনি কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন।
এদিকে ফুলচাষের প্রসারে পাঁচ দশকেরও বেশি সময় ধরে নীরবে কাজ করে চলা শের আলী সরদারের মেলেনি রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শের আলীর স্বজন ও স্থানীয় ফুল চাষীরা।
স্থানীয় ফুলচাষী ও ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, ‘দেশের কৃষি ও অর্থনীতিতে বিপ্লব সৃষ্টিকারী ছিলেন শের আলী সরদার। কিন্তু তার সেই অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি না মেলাটা খুবই দুঃখজনক।’
পহেলা ফাল্গুন, ভালোবাসা ও শহীদ দিবসে শতকোটি টাকার ফুল বিক্রির আশা
