ছেলের মৃত্যুর খবরে না ফেরার দেশে মা, বাবা হাসপাতালে 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় প্রাণ হারান ২৮ বছর বয়সী যুবক আশরাফুল ইসলাম। তার মৃত্যুর খবর পৌঁছানোর মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান তার মা আছিয়া বেগম (৪৮)। প্রিয়তমা স্ত্রী ও ছেলের এমন মৃত্যুতে গুরুতর অসুস্থ হয়ে বাবা রহিমউদ্দিন (৫৩) এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৩ জানুয়ারি) গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, কর্মস্থলের কারণে আশরাফুল ঢাকায় থাকতেন। শুক্রবার দুপুর ১১টার দিকে বাসা থেকে বের হন তিনি। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন এই যুবক। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক যাচাই-বাছাই শেষে আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

দুপুর ১২টার দিকে আশরাফুলের মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছায়। খবরটি শুনেই মা আছিয়া বেগম চিৎকার করে ওঠেন এবং অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তিনিও মৃত্যুবরণ করেন। চোখের সামনে স্ত্রীকে হারানো এবং ছেলের মৃত্যু খবরে মানসিকভাবে ভেঙে পড়েন বাবা রহিম উদ্দিন। অসুস্থ হয়ে পড়েন তিনিও।  তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আশরাফুলের চাচা রফিকুল ইসলাম বলেন, ‘আশরাফুল ছিল পরিবারের ভরসা। ঢাকায় কষ্ট করে চাকরি করতো। এমন দিনে ছেলে ও ছেলের মাকে হারাতে হবে, এটা ভাবতেই পারছি না।’

স্থানীয় স্কুল শিক্ষক আতিকুর রহমান বলেন, ‘এমন বেদনাদায়ক ঘটনা এই এলাকায় আগে দেখা যায়নি। একদিনে মা–ছেলের মৃত্যু পুরো গ্রামকে শোকস্তব্ধ করে দিয়েছে।’

AHA
আরও পড়ুন