ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মাদকসহ আটক ১০ 

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০২:১৭ এএম

যশোর ৪৯ বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মাদকসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করেছে। মঙ্গলবার (১১ মার্চ) দিনব্যাপি অভিযানে বেনাপোল, আমড়াখালী, শিকারপুর, কাশিপুর শাহজাদপুর, আন্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকের চালান এবং মাদক পাচারকারীদের আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলো- শার্শার রামপুর গ্রামের রবিউলের ছেলে হাফিজুর রহমান (২০), ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে আকাশ (২০), একই গ্রামের হাফিজুর রহমান এর ছেলে ইমন হোসেন (১৯), চৌগাছা উপজেলার নুর ইসলামের ছেলে মোবারক হোসেন (৪৫), শার্শার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলাম এর ছেলে শহিদ হাসান (২৫), বালুন্ডা গ্রামের তহিদুর রহমান এর ছেলে রনি বাবু (১৮), বাগরি গ্রামের কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন লিটু (৪৮), একই গ্রামের জাহাঙ্গীর কবির লিটুর ছেলে মেহেদী হাসান (২৫), রাড়িপুকুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে মিলন হোসেন (৩৫) ও যশোর আনসার ক্যাম্প বেজপাড়া এলাকার  আব্দুল আজিজ এর ছেলে রাব্বি ইসলাম। তবে স্থানীয়রা বলছে ৫  আগস্টের পর থেকে বেনাপোল সীমান্ত  দিয়ে ব্যাপকভাবে মাদক প্রবেশ করছে।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নিয়মিত বিজিবির টহল দল আজ মাদকের এসব চালান আটক করে। এসব মাদকের মধ্যে মদ, বিয়ার, ফেনসিডিল, ইয়াবা, গাজা, নেশা জাতীয় ট্যাবলেট ছিল। যার আনুমানিক বাজার মুল্য ১৯,৯৬,৮৮০ টাকা।

MMS
আরও পড়ুন