সাতক্ষীরায় রেডক্রিসেন্টের রমজান ফুড প্যাকেজ বিতরণ 

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৭:০১ পিএম

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে জেলার হত দরিদ্র ও দুস্থ ৫০০টি পরিবারের মধ্যে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় সাতক্ষীরা ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় রেড ক্রিসেন্ট চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত ফুড প্যাকেজ বিতরণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক স্থানীয় জেলা প্রশাসকের  সঙ্গে সমন্বয় করে বিতরণের পূর্বে উপকারভোগীদের তালিকা প্রস্তুতকরণে সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা সুবিধাভোগী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ তালিকা প্রস্তুত করে উপকারভোগী কার্ড বিতরণ করেন।

ফুড প্যাকেজের মধ্যে রয়েছে ১ কেজি খেজুর, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম বেশন, প্যাকেট প্রতি ২০০ গ্রামের সেমাই ২ প্যাকেট (৪০০ গ্রাম), সুজি ৫০০ গ্রামের ২ প্যাকেট (১ কেজি)।

রমজান ফুড প্যাকেজ বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রকল্প অফিসার সালমান রশিদ, অ্যাকাউন্টস অফিসার প্রকৌশলী রাসেল রানা, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন ও আসিফ চৌধুরী প্রমুখ। এ সময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা, কর্মচারী ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

AA