কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৮ বছরের শিশু নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদু আফজাল কাজী (৫৫) নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার (৩ এপ্রিল) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ এপ্রিল) রাতে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খদ্দোসাধুয়া গ্রামে শিশু ধর্ষণের ঘটনাটি বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় জানাজানি হয়।
ওই রাতেই ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত দাদুর বাড়ি ঘেরাও করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় শিশুটির মা ধর্ষণ মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আফজাল কাজী একই গ্রামের মৃত ইমান আলী কাজীর ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হচ্ছে। বুধবার রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
