সাতক্ষীরায় সাংবাদিককে কারাদণ্ড, প্রতিবাদে মানববন্ধন-নিঃশর্ত মুক্তি দাবি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০১ পিএম

সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে বুধবার (২৩ এপ্রিল) বুধবার বেলা বারোটায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনের সভাপতিত্ব করেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি। বক্তব্য রাখেন, চ্যানেল আই ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্র দূতের  ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপ্পি, দৈনিক জনকণ্ঠের মিজানুর রহমান, দেশ টিভি শরিফ উল্লাহ কায়সার সুমন, বাংলাভিশন টেলিভিশনের আসাদুজ্জামান আসাদ, এখন টেলিভিশনের মোহাম্মদ রাজিব, স্বদেশ এনজিও নির্বাহী পরিচালক মাধব দত্ত, দৈনিক খবর সংযোগের শেখ ফরিদ আহমেদ ময়না, ডিবিসি টিভির বেলাল হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার দৈনিক কালের কন্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপু গত ২২ এপ্রিল তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় ওই সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রকৌশলী তার হাতে থাকা ছাতা দিয়ে সাংবাদিককে সরিয়ে দেয়ার চেষ্টা করে। বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবহিত করলে নির্বাহী প্রকৌশলী শেখ রাসেল ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাক্ষ্য গ্রহণ করে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। 

বক্তারা আরো বলেন, সাংবাদিক টিপুকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। এবং ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। এবং সাতক্ষীরাকে অচল করে দেয়া হবে। উপপ্রকৌশলী মামুন আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে দ্রুত অপসারণ করতে হবে। 

অবিলম্বে সাংবাদিক টিপুকে নিঃস্বার্থ মুক্তি না দিলে ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন সাংবাদিক নেতারা। 

FJ