ঢাকা
সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

জোরপূর্বক পুশ ইন

সুন্দরবন থেকে ৭৮ জনকে উদ্ধার করলো কোস্ট গার্ড

আপডেট : ১৩ মে ২০২৫, ০১:৪২ পিএম

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশ ইন করা ৭৫ জন বাংলাদেশিসহ ৩ ভারতীয়কে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৩ মে) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত শুক্রবার (৯ মে) ভোররাতে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৫ জন বাংলাদেশি মুসলিম ও ৩ জন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুশ ইন করা হয়। তাদের অধিকাংশই দীর্ঘদিন যাবৎ ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিল এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।

উদ্ধারকৃতরা জানায়, গত ২৬ এপ্রিল গভীর রাতে ভারতীয় প্রশাসন তাদের বাসা থেকে আটক করে এবং গত ৯ মে ভারতীয় কর্তৃপক্ষ ভোররাতে গোপনে সুন্দরবনের মান্দারাড়ি চরে রেখে যায়। পরবর্তীতে তারা মান্দারবাড়িয়া চর থেকে ফরেস্ট অফিসে আশ্রয় নেয়। ফরেস্ট অফিস কর্তৃক কোস্ট গার্ডকে জানালে গত শনিবার (১০ মে) বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন পুশ ইন করা ৭৮ জনকে উদ্ধার করে প্রয়োজনীয় খাবার ও ওষুধ সামগ্রী সরবরাহ করে।

সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে গত রোববার (১১ মে) সাতক্ষীরা শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

SN
আরও পড়ুন