ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরা সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আপডেট : ২৯ মে ২০২৫, ০৯:১৫ পিএম

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৬৭ লাখ টাকা মূল্যের ৪টি স্বর্ণের বারসহ রুহুল আমিন নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (২৯ মে)  সকালে  ভোমরা স্থলবন্দর সংলগ্ন তেতুলতলা এলাকা থেকে  স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক রুহুল আমিন সাতক্ষীরা সদর থানার আলিপুর গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। 

এ সময় সেখানকার একটি ইজিবাইক থেকে  সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কোমরে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪ টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ৪৫৮.৬০ গ্রাম। যার বাজার মূল্য ৬৬ লাখ ৮০ হাজার ৮৮৫ টাকা । এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

FJ
আরও পড়ুন