ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুষ্টিয়ায় ভাতার কার্ড নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮:৩০ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার(২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার মথুরাপুর বাসষ্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আজিজ মথুরাপুর দর্গাতলা গ্রামের খিলাফত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইনে ভিজিএফ’র (দুস্থ ভাতা) কার্ডের আবেদন করা ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশ (২৮) এর সাথে আকরামের ছেলে বিজয় ও তার বন্ধু আজিজের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে দুই বন্ধু বিজয় ও আজিজ মথুরাপুর বাসষ্ট্যান্ড বাজারে অবস্থানকালে প্রতিপক্ষ পলাশ সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় পলাশ ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করলে পেটের নাড়ী ও ভূড়ি বের হয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আজিজ মারা যান।

এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার (ওসি) মো. নাজমুল হুদা খবর সংযোগকে বলেন, অনলাইনে ভাতার কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হচ্ছে। হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

AHA
আরও পড়ুন