ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরার তালায় জলাবদ্ধতা নিরসনে নেটপাটা উচ্ছেদ অভিযান

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:২৭ পিএম

জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরার তালায় নেটপাটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উপজেলার শালিখা-দলুয়া নদীতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার মাদরা থেকে কলাগাছি পর্যন্ত নদীপথে এ অবৈধ নেটপাটা উছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা থানার এসআই জিহাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা।

অভিযান শেষে ইউএনও দিপা রানী সরকার বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং জলাবদ্ধতা নিরসনে এই অবৈধ নেটপাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। প্রতিটি নদী ও খালে এ ধরনের অভিযান চলমান থাকবে।

MMS
আরও পড়ুন