ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেহেরপুরে পাইকারিতে ২০০ টাকা ছাড়ালো কাঁচা মরিচ

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:১৯ পিএম

মেহেরপুরে পাইকারি বাজারে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। গতকালের চেয়ে আজ প্রতি কেজিতে ৫০-৭০ টাকা পর্যন্ত বেড়ে ২০০-২২০ টাকায় কেনাবেচা হচ্ছে।

এদিকে পাইকারিতে ২০০ টাকা কেজি হলেও স্থানীয় বাজারে খুচরা পর্যায়ে ২৫০-২৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

জেলার সবচেয়ে বড় পাইকারি কাঁচা মরিচের বাজার হচ্ছে গাংনী কাঁচা বাজার। শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে বাজারে মরিচের দর বাড়তে শুরু করে। শুরুতে প্রতি কেজি ১৭০-১৯০ টাকায় কেনাবেচা হলেও বিকেল পর্যন্ত তা ২০০ টাকার উপরে উঠে যায়।

ঢাকা ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে মেহেরপুরের কৃষকদের উৎপাদিত এই কাঁচা মরিচ।

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টি ও তাপমাত্রা বেশি থাকার কারণে মরিচের ফুল কমে গেছে। তাছাড়া বৃষ্টিতে নষ্ট হয়েছে অনেক ক্ষেত। ফলে প্রতিদিনই মরিচের সরবরাহ কমছে। এতে কাঁচা মরিচের দাম বাড়তির দিকে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে বলে জানান তারা।

NJ
আরও পড়ুন