ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় নাট্যদল ‘বিনাদ’-এর অরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম

স্বদেশ সংস্থা, আইন ও সালিশকেন্দ্রের সহযোগিতায় এবং জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ-এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের বিদ্যালয় নাট্যদল “বিনাদ” এর সদস্যদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) অরিয়েন্টেশনে দ্য পোল-স্টার পৌর হাইস্কুলের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ছাত্রী ১৮ জন এবং ছাত্র ৭ জন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডল এবং গাইড শিক্ষক মেহেরুন্নেসা খাতুন।

অরিয়েন্টেশন পরিচালনা করেন স্বদেশ সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার মো. আজাহারুল ইসলাম, সহায়তায় প্যারালিগ্যাল মো. শরিফুল ইসলাম।

সংস্থাটি জানায়, এই কার্যক্রমের মূল লক্ষ্য শিক্ষার্থীদের নাগরিক সচেতনতা, নাট্যদল “বিনাদ”-এর কার্যক্রমের সাথে পরিচয় এবং সামাজিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের সক্রিয় নাগরিক হিসাবে গঠন করা।

 

NJ
আরও পড়ুন