ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে পি জন সেলভারাজ নামের এক ভারতীয় পুলিশ কর্মকর্তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার সকালে মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আলাদতের বিচারক রিয়াদ হাসান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত পি জন সেলভারাজ ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিচিসিটি জেলার ইদুপুর থানার টি ভেন্সি জন গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২২ মার্চ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মাটিলা সীমান্ত থেকে আটক করা হয় ভারতের তামিলনাড়ু প্রদেশের বাসিন্দা পি জন সেলভারাজকে।
গত ১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যান সেলভারাজ। পরবর্তীতে ১৩ আগস্ট সন্ধ্যায় নেপা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আবারো বিজিবি তাকে আটক করে।
এরপর থেকে হাজতে ছিলেন ভারতীয় পুলিশের ওই এসআই। বুধবার আদালতে দোষ স্বীকার করায় বিচারক তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সেই সাথে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আদালতের পেশকার জয়ন্ত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
