ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সড়ক দুর্ঘটনায় হতাহতদের ৬ পরিবার পেলো আর্থিক সহায়তা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের ছয় পরিবারে ক্ষতিপূরণের মোট ২৬ লাখ টাকার চেক প্রদান করেছে বাংলাদেশ রোড ট্রান্সপার্ট অথরিটি (বিআরটিএ)।
 
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ রোড ট্রান্সপার্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান মো. আবু মমতাজ উদ্দিন আহমদ।
 
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন- বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত হাসান খান, বিআরটিএ সদর কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিঃ) ফারুক আহমদ ও সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক উসমান সরোয়ার আলম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন- বিআরটিএ সাতক্ষীরা অফিসার মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, ম্যাকানিকাল এসিস্টেন্ট মো. ওবায়দুর রহমান ও উচ্চমান সহকারি নাসিরউদ্দিন প্রমুখ।
 
প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে তার পরিবার অসহায় হয় পড়ে। একইভাবে কেউ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করলে তার জীবনে নেমে আসে দুর্বিসহ যন্ত্রণা। এসব কথা মাথায় রেখে সরকার আইন করে ওইসব পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
 
তিনি আরও বলেন, দুর্ঘটনায় কেউ মারা যাওয়া বা আহত হওয়া সম্পর্কে আইনের বিষয়টি সাধারণ মানুষের মাঝে প্রচার করতে হবে। দুর্ঘটনায় আহত বা নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেয়ে সকলে মিলে দুর্ঘটনা শূন্যর কোটায় পৌঁছে দিতে সবাইকে কাজ করতে হবে।
 
অনুষ্ঠানে বিআরটিএ’র ট্রাষ্টি বোর্ডের সহায়তায় ৫ জন নিহতদের পরিবারের মাঝে মাথাপিছু ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা এবং আহত এক জনকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।
 
 
এ সময় নিহতদের পরিবারের পক্ষ থেকে বিআরটিএ চেয়ারম্যানের হাত থেকে চেক গ্রহণ করেন- নাজমা খাতুন, শাহানা খাতুন, আব্দুল খলিল সরদার, অপূর্ণা রেজা ও ফাতেমা খাতুন। এছাড়া আহত জুলফিকার আলমের হাত এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
NJ
আরও পড়ুন