ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল দৈনিক বাংলা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাইদুল আলম সিফাত (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত ওয়ারী র‌্যাংকিং স্ট্রিট এলাকার স্থায়ী বাসিন্দা ব্যবসায়ী মাসুদ আলমের ছেলে। তিনি শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

আব্দুল হক নামে এক পথচারী জানিয়েছেন, ফকিরাপুল থেকে দৈনিক বাংলা মোড়ের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন সিফাত। এ সময় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গাছের সঙ্গে লেগে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানায় অবগত করা হয়েছে।

MH
আরও পড়ুন