ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কাজীপুর সীমান্তে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ এএম

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৮ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭নং মেইন পিলারের কাছে বিএসএফ সদস্যরা ওই ১৮ জনকে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হাতে তুলে দেন।

কাজিপুর বিজিবির ক্যম্প কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন বলেন, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশের বিভিন্ন জেলার ১৮ জন নারী-পুরুষ জেল থেকে ছাড়া পায়। সেখান থেকে ভারতীয় পুলিশ  তাদের বিজয়পুর মাঠপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার এসি সুনিল কুমার ঘোষের কাছে হস্তান্তর করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ও কাজিপুর বিজিবির কাছে তাদের তুলে দেয় বিএসএফ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিএসএফ ১৮ জন বাংলাদেশিকে বুঝিয়ে দিয়েছে। তারা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ফিরে আসাদের পরিবারের লোকজনকে খবর দিয়ে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

AHA
আরও পড়ুন