ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফ্ল্যাট থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

যশোর শহরের একটি ফ্ল্যাট থেকে নিগার সুলতানা (৬০) নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের কর্ণা ভিলায় এ ঘটনা ঘটে।

নিগার সুলতানা নারাঙ্গালী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। ৩ বছর আগে অবসর গ্রহণ করেন। তার বাবা মৃত আশরাফ উদ্দিন। তিনি অবিবাহিত ছিলেন এবং ৬ বোনের মধ্যে বড়। বাকি বোনেরা নিজ নিজ পরিবার নিয়ে আলাদা বসবাস করেন।

স্থানীয়রা জানান, নিগার সুলতানা ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় একাই থাকতেন। ২/৩ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ভাড়াটিয়ারা তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ করলে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, নিগার সুলতানা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন এবং একাই বসবাস করতেন। ঘরের ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

NJ
আরও পড়ুন