ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাবি শিক্ষার্থী নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম
মেহেরপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেহেরপুর-ষোলমারী সড়কে ফতেপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ফারহানা ওয়াহেদার বাড়ি শহরের পেয়াদা পাড়ায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
 
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকালে শহরের পেয়াদাপাড়া থেকে স্ত্রী ফরাহানাকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুর বাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশ্যে বের হই। ফতেপুর ইটাভাটার কাছে পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম করতে যেয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তুপের মধ্যে পড়ে যায়। এ সময় পেছনে থাকা স্ত্রী ফারহানা পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে। 
 
 
মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত করতে রাজি নয়। লিখিত পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
NJ
আরও পড়ুন