তারেক রহমানের সফর নিয়ে সতর্ক থাকার আহ্বান

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৪২ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন রংপুর বিভাগের সফর সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রংপুরে। বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বুধবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয় রংপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে।

 

সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সভায় নেতাকর্মীদের সতর্ক বার্তা দিয়ে বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কেউ যেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রংপুরের সফর বিতর্কিত করার সুযোগ না পায়। সব নেতাকর্মীদের সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কেউ যেন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

 

তিনি বলেন, মনে রাখতে হবে তিনি শুধু আমদের দলের নেতাই নন তিনি বাংলাদেশের ১৭ কোটি মানুষের আশা ভরসার শেষ আশ্রয় স্থল। তাকে ঘিরে দেশের  মানুষ আগামীর সুন্দর একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে দেশের মানুষ। সভায় দলের শীর্ষ নেতার সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সবাই এখন নেতাকে বরণ করতে অপেক্ষায় রয়েছে। দলের পক্ষ থেকে সভায় নেতার সফর সফল করতে নানা বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সভায় বক্তব্য রাখেন- সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, পঞ্চগড় সদর আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জামির, বোদা আসনের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, বোচাগঞ্জের প্রার্থী সাদিক রিয়াজ, নীলফামারী সদর আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, সৈয়দপুরের প্রার্থী আব্দুল গফুর সরকার, রংপুর-১ (গংগাচড়া-সিটি আংশিক) আসনের প্রার্থী মোর্করম হোসেন সুজন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ (সদর-সিটি আংশিক) আসনের প্রার্থী সামসুজ্জামান সামু, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, পীরগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম, দিনাজপুর সদরের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ফুলবাড়ী আসনের প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, দিনাজপুরের বীরগঞ্জের প্রার্থী মঞ্জুরুল ইসলাম, কুড়িগ্রাম উলিপুর আসনের পদপ্রার্থী তাজবিরুল ইসলাম, নাগেশ্বরী-ভূরুঙ্গামারী আসনের প্রার্থী সাইফুল ইসলাম রানা, কুড়িগ্রাম সদর আসনের প্রার্থী সোহেল হোসেন কায়কোবাদ, কুড়িগ্রাম রৌমারী রাজিবপুর চিলমারী আসনের প্রার্থী আজিজুল ইসলাম, লালমনির হাট-১ আসনের প্রার্থী ব্যারিস্টার রাজিব প্রধান, লালমনির হাট-২ আসনের প্রার্থী রোকন উদ্দিন বাবুল, গাইবান্ধা সদর আসনের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, গোবিন্দগঞ্জ আসনের প্রার্থী শামীম কায়সার লিংকন, পলাশবাড়ী আসনের প্রার্থী ডা. মঈনুল হাসান সাদিক।

 

আরও উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদা রহমান জোস্না, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন প্রমুখ।

HN
আরও পড়ুন