ময়মনসিংহে ফ্যাসিবাদী বিপ্লবের চিত্র প্রদর্শনী

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম

ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের অপকর্ম, গুম, খুন ও  জুলাই গণঅভ্যুত্থানে মানুষ হত্যাসহ পৈশাচিক চিত্রের মাধ্যমে ফ্যাসিবাদী বিপ্লবের চিত্র প্রদর্শনী করেছে ময়মনসিংহ সচেতন নাগরিক সমাজ।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় রাস্তার দুপাশে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রদর্শনীর আয়োজকরা বলেন,গত ১৭ বছরে এই ফ্যাসিস্ট সরকার জনগণকে জিম্মি করে রেখেছিল। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে টাকার পাহাড় গড়েছে। তাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি সদ্য বিদায়ী ফ্যাসিস্ট সরকারকে দেশে এনে তাকে ও তার দোসরদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।

সাধারণ নাগরিকরা বলেন, গত ১৭ বছরে এ ফ্যাসিস্ট সরকার মানুষের মাথার উপর চড়ে ছিল।গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনাসহ অনেকে দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু ফ্যাসিস্ট সরকারের অনেক দোসর এখনো দেশে ঘাপটি মেরে বসে আছে এরা বিভিন্ন কৌশলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে বা আরও করতে চাইবে। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্তা নেওয়া প্রয়োজন।

 

 

 

RA