ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রেনের বগিতে মিললো ৪০ কেজি গাঁজা

আপডেট : ১৭ মে ২০২৫, ১২:৩০ পিএম

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে মালবাহী ট্রেনের বগিতে ৪০ কেজি গাঁজা পাওয়া গেছে। এ সময় আলমগীর হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪।

শুক্রবার (১৬ মে) রাতে জংশনের প্লাটফর্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার দেবো গ্রামের মৃত মোস্তফার ছেলে।

শনিবার (১৭ মে) বেলা ১১ টায় র‍্যাবের ভৈরব ক্যাম্প কমান্ডার এএসপি নোমান আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনে ১ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজাসহ ঢাকার উদ্দেশ্য যাচ্ছে। তখন মালবাহী ট্রেনটিকে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টারের সহযোগিতায় ভৈরব রেলওয়ে জংশনে থামানো হয়। পরবর্তীতে ট্রেনে তল্লাশি করে ৩টি বগির ভিতরে অভিনব কায়দায় রক্ষিত ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের পূর্বক আসামি ও আলামত হস্তান্তর করা হয়েছে ।

SN
আরও পড়ুন