ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম

ময়মনসিংহে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। মঙ্গলবার (১ জুৃলাই) সকালে ময়মনসিংহ নগরীর গুলকীবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও রৌশন দম্পতির ২৬ বছরের সংসার জীবন ছিলো। বিগত ছয় বছর ধরে রাকিব প্রবাসে থাকেন। বিগত ৩ মাস আগে তাদের মধ্যে পারিবারিক কহলে বিবাহ বিচ্ছেদ হয়। 

রৌশন আক্তার বিবাহ বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে নগরীর গোলকীবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ঘটনার দিন সকালে রাকিবুল করিম রাকিব বোরকা পড়ে কাজের মেয়ের পরিচয়ে বাসায় প্রবেশ করেন। বাসায় ঢুকে নিজের সাবেক স্ত্রী রওশন আক্তারকে (৪২)  ছুরিকাঘাতে হত্যা করেন।

পরবর্তীতে রাকিবুল করিম রাকিব (৫০) নিজেও আত্মহত্যা করেন । 

উল্লেখ্য যে, রৌশন আক্তারের বাড়ি নেত্রকোনা জেলা সদরের রাজুর বাজার এলাকায় এবং রাকিবের বাড়ি ময়মনসিংহ নগরীর সানকিপাড়া  এলাকায়। 

রোশন আক্তারের দুটি মেয়ে রয়েছে বড় মেয়ে ঢাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে  এবং ছোট মেয়ে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছেন।

ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

MMS
আরও পড়ুন