দীর্ঘদিন সোমালিয়ান জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে গত মঙ্গলবার দেশে ফিরেছেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। তাদের মধ্যে একজন সিরাজগঞ্জের নাজমুল হক হানিফ। চট্রগ্রাম থেকে রওনা হয়ে বুধবার (১৫ মে) ভোরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর-নুরনগর গ্রামে তার পরিবারের কাছে ফিরেছেন।
সকাল থেকে নাজমুল হকের পরিবারে চলছে উৎসবের আমেজ। সন্তান নাজমুলকে দেখেই জড়িয়ে ধরেন তার মা নার্গিস বেগম। আদর সোহাগ করে বরণ করে নেন নিজ সন্তানকে। নাজমুলকে পেয়ে অশ্রু ধরে রাখতে পারেননি বাবা-মা। সন্তানকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পেয়ে কান্নাজড়িত কন্ঠে নিজেদের উৎসাহের কথা জানান বাবা-মা।
নাবিক নাজমুল জানান, জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে দেশে ফেরার অপেক্ষার প্রহর গুনছিলেন। অনেকদিন পর দেশে ফিরে নিজ গ্রামে বাবা-মা পরিবারের কাছে আসতে পেরে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সুস্থভাবে নাবিক নাজমুল সহ ২৩ নাবিককে দেশে ফিরিয়ে আনায় বাংলাদেশ সরকার ও জাহাজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবার ও স্বজনেরা।
