শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী রুটে তৃতীয় দিনের মতো সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
দুই জেলার শ্রমিকদের পাল্টাপাল্টি মারধরের জেরে সোমবার (২৯ অক্টোবর) থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, রাজশাহীর আল-মাহি পরিবহন নামের একটি বাসের চালক সাঈদ হাসান সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের হাতে মারধরের শিকার হন এমন অভিযোগ করেন তারা। তবে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির নেতাদের দাবি যাত্রীরাই তাকে লাঞ্চিত করেছে।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, শনিবার রাতে রাজশাহীর একটি বাসে চাঁপাইনবাবগঞ্জের একজন বাসশ্রমিক ছিলেন। বাসে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে রাজশাহীর বাসের চালকের সহকারি কথা কাটাকাটি হয়। এরপর বাসটি চাঁপাইনবাবগঞ্জে ঢুকলে চালক, হেলপারসহ তিনজনকেই মারধর করা হয়। একজন রক্তাক্ত জখম হন।

চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জানান, দুপক্ষই সমাধানের পক্ষে। কিন্তু রহস্যজনক কারণে দুইদিনও সমাধান হয়নি। বুধবার দুপুরে আবারও বৈঠকে বসার কথা রয়েছে। আলোচনা ফলপ্রসূ হলে বাস চলাচল স্বাভাবিক হবে।
