ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০২ এএম

রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়ায় বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ করছে রেলওয়ের কর্মীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন।দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ছবি: খবর সংযোগ

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কিছুদূর পরই বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের দুইটি চাকা লাইনের বাহিরে এসেছে। এখনো উদ্ধার কাজ চলছে।

ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহী আসা ট্রেনগলোও পথে আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও উল্লেখ করেন তিনি।

AHA/KK
আরও পড়ুন