ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁপাইনবাবগঞ্জ জেলা সীমান্তে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ বিএসএফের

চাঁপাইনবাবগঞ্জ জেলা সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। পাশাপাশি এমন কর্মকাণ্ড উচিত হয়নি বলেও জানিয়েছে বিএসএফ।‘

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাশাপাশি এমন কর্মকাণ্ড উচিত হয়নি বলেও জানিয়েছে তারা।

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। পাশাপাশি এমন কর্মকাণ্ড উচিত হয়নি বলেও জানিয়েছে বিএসএফ। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সন্ধ্যার আগেই দুই দেশের নাগরিকেরাই ঘরে ফিরেছেন। 

শনিবার (১৮ জানুয়ারি) চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়।

একপর্যায়ে শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে ২জন বাংলাদেশি আহত হয়েছেন। 

আহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুনটোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি,  কালিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক। 

এসময় ভারতীয় বিএসএফ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং ভারতীয়রা একাধিক বোমার বিষ্ফোরণ ঘটায়। 

Fj
আরও পড়ুন