দুই বছর কারাভোগের পর ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৬ কিশোর-কিশোরী দেশে ফিরেছে। তাদের মধ্যে ১০ জন কিশোর ও ৬ জন কিশোরী। তাদের বাড়ি রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নড়াইল জেলায়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে একটি বেসরকারি সংস্থা পরিবারের কাছে ওই কিশোর-কিশোরী বুঝিয়ে দিতে নিজস্ব শেল্টার হোমে নিয়ে গেছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, টাকা নিয়ে ভারতে ভাল কাজ পাইয়ে দেয়ার কথা বলে দালালরা তাদের কেরালা শহরে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর দালালরা তাদের ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ওসি ইমতিয়াজ আরও জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আইনি প্রক্রিয়ার জন্য ১৬ কিশোর-কিশোরীকে বেনাপোল বন্দর থানায় আনা হয়।
