নাটোরের লালপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান আরিফ ও শাকিব আলী (২৪) নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, বুধবার রাতে উপজেলার মোহরকয়া এলাকায় পারিবারিক কলহ মিমাংসা করতে এসে ছাত্রদল নেতা আরিফসহ কয়েক জন অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা করেন। পরে স্থানীয়রা তাদের গণধোলাই দিলে অস্ত্র ও গুলি ফেলে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে এসে অস্ত্র ও গুলি উদ্ধার করেন। পরে ছাত্রদলের ওই নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করা হয়।
এছাড়া বুধবার রাতে উপজেলার বালিতিতা ইসলামপুর (মহেষপুর) গ্রামে অভিযান চালিয়ে শাকিবকে তার নিজ বাড়ীতে আটক করেন যৌথবাহিনীর সদস্যরা।
এবিষয়ে জানতে লালপুর থানার ওসি নাজমুল হকের সরকারি মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।
