চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ওপারে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতে আটক জেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমতের ছেলে জেলে মো. আলমগীর শেখ (২৭)।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১০/৪-এস এর কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেয়া হয়।
বিজিবি অধিনায়ক মো. মনির-উজ-জামান জানান, সোমবার (১৭ মার্চ) রাত সোয়া ৮টার দিকে জেলে মো. আলমগীর শেখ পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তের ৭০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের নিমতিতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে আটক করেন।
