ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:১৭ এএম

পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে পাকশি ইউনিয়নের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পাকশি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের অটোরিকশা চালক মো. আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনি এলাকার মোছা. ফাতেমা বেগম (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাকিউল ইসলাম জানান, আয়নাল মাতুব্বর পেশায় একজন আটোরিকশা চালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় কয়েকদিন ধরে পার্শ্ববর্তী এলাকার এক প্রতিবেশির বাড়িতে অটোরিকশা চার্জ দিতে আসেন। মঙ্গলবার সন্ধ্যার সময় চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পর্শ হয়। এসময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে তাকে বাঁচানোর চেষ্টা করে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে ঘটনাস্থলেই আয়নাল নিহত হন এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে আইনি ব্যবস্থা নেয়।

RA
আরও পড়ুন