সিরাজগঞ্জের ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু

আপডেট : ৩১ মে ২০২৫, ০৯:৫২ পিএম

রিমান্ডে নিয়ে ভয় দেখিয়ে প্রায় কোটি টাকা ঘুষ আদায়ের অভিযোগে সিরাজগঞ্জে পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি পুলিশের ৩১ সদস্যকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ডাকা হয় এবং সাক্ষ্য নেওয়া হয়।

সিরাজগঞ্জের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে কয়েক দফা রিমান্ডে নিয়ে ঘুষ আদায়ের অভিযোগ পুলিশ সদর দপ্তরে দেওয়া হয়।

বুধবার (২৮ মে) পুলিশ সদর দপ্তরের নির্দেশে জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান তদন্তকাজ শুরু করেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর হেনরী ও লাবুর বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা হয়। গত ৩০ সেপ্টেম্বর র‌্যাব তাদের গ্রেপ্তার করে। বর্তমানে এ দম্পতি সিরাজগঞ্জ কারাগারে আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর হেনরী ও লাবুকে দফায় দফায় রিমান্ডে নিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে প্রায় কোটি টাকা আদায় করেছেন সদর থানার সাবেক ওসিসহ তদন্তকারী কর্মকর্তারা। 

Raj
আরও পড়ুন