ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অভিমানে প্রেমিকের সামনে পুকুরে ঝাঁপ দিয়ে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম

অভিমানে প্রেমিকের সামনে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। রোববার (২৯ জুন) সকাল ৮টার দিকে রাজশাহী শহরের কেন্দ্রীয় ঈদগাহর পশ্চিম পাশে পুলিশ অফিস সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

পুকুরে থাকা কয়েকজন ব্যক্তি তাৎক্ষণিকভাবে তরুণীকে উদ্ধার করেন। পরে তরুণী ও তার প্রেমিক জানান, তাদের মধ্যে বিরোধের জেরেই ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তরুণীর বাড়ি রংপুরে এবং তিনি একটি মহিলা কলেজের ছাত্রী। তরুণের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায় এবং তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দুইজনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিভাবকরা এলেই তাদের জিম্মায় দুইজনকে ছেড়ে দেওয়া হবে।

AHA
আরও পড়ুন