ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মান্দায় জামায়াতের গণমিছিল

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৮:০৪ পিএম

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। 

সমাবেশে মান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা অমুসলিম বিষয়ক সভাপতি মো. আ. রশিদ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন, নায়েবে আমীর ডা. খোরশেদুল আলম, নওগাঁ জেলা কর্মপরিষদ বিষয়ক সদস্য ও নওগাঁ পৌরসভা আমির শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান ও রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুর রাকিব, উপজেলা কর্ম-পরিষদের সদস্য, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা যুবসম্পাদক মো. আব্দুল মালেক, বায়তুলমাল সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, ওলামা সভাপতি মাওলানা মো. আব্দুল কাইয়ুম এবং শ্রমিক সংগঠনের সভাপতি মো. মাহবুব আলম মিঠু, মান্দা উপজেলার ছাত্রজীবীর সভাপতি (পূর্ব) মো. রোমান, সভাপতি (পশ্চিম) মাহমুদুল ইসলাম প্রমুখ। 

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জনগণকে নিপীড়নমূলক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

NJ
আরও পড়ুন