ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যমুনা সেতুতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, ২ ঘন্টা যান চলাচল বন্ধ

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০১:১৮ পিএম

যমুনা সেতুর ওপরে উত্তরবঙ্গমুখী লেনে ট্রাক, দুধবাহী লরি ও কাভার্ডভ্যানে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রেকারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবহনগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার সকাল ৬ টার দিকে সেতুর ২৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক-কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি দুধবাহী লরির সাথে ধাক্কা খায়। এতে কাভার্ডভ্যান সড়কের মাঝে আড়াআড়ি ভাবে আটকে যায়। ফলে ওই লেনের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, সেতুর ওপরে সংঘর্ষে ট্রাকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে উত্তরবঙ্গ লেনজুড়ে যানজট হয়েছিল। ফলে উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রেকারের সাহায্যে ট্রাকগুলো সরিয়ে নেওয়া হলে সকাল ৭টার পর সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়।

JMR
আরও পড়ুন