যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী শহর রক্ষা বাঁধে ধস নেমেছে। মুহুর্তের মধ্যে সেখানে ফসলি জমিসহ প্রায় ৩৫ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে।
সোমবার সকালে চৌহালী উপজেলার জনতা স্কুল সংলগ্ন চৌদ্দ রশি এলাকায় বাঁধ ধসে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদশন করেছেন।
স্থানীয়রা জানান, ২০১৫ সালে ১০৭ কোটি টাকা ব্যয়ে বাঁধটি চৌহালী উপজেলা সদরকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছিল। নদীতে পানি বৃদ্ধির ফলে সোমবার বিশাল অংশ বিলীন হয়ে গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, শুষ্ক মৌসুমে তীর রক্ষা বাঁধের কনক্রিটের ব্লকগুলো কিছু লোক তুলে নিয়ে গেছে। একারণে চৌদ্দ রশি এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সোলায়মান জানান, পানির তীব্র স্রোতের কারণে বাঁধের প্রায় ৩৫ মিটার এলাকা ধসে গেছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধস ঠেকাতে জরুরি ভাবে সেখানে কাজ শুরু করা হবে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাঁধের ব্লকসহ জিও ব্যাগ নদীগর্ভে চলে গেছে। পাউবোর সঙ্গে কথা বলেছি। ভাঙন রোধে দ্রুত কাজ শুরু হবে।’
