সৃষ্টিশীলতার ছোঁয়ায় মুখর নওগাঁয় চিত্রাঙ্কন, আবৃত্তি ও যন্ত্রসংগীত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘হাতেখড়ি’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের মূল প্রতিপাদ্য ছিল- ‘ছুটি একটি অনন্ত নক্ষত্রের ডাক’, যা শিশুদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের গভীর আহ্বান হিসেবে প্রতিফলিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ‘হাতেখড়ি’র প্রতিষ্ঠাতা রফিকুদ্দৌলা রাব্বী’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হাতে মোমবাতি জ্বালিয়ে পরিবেশিত হয় দলীয় স্মরণ সংগীত। এরপর পর্যায়ক্রমে শিশু-কিশোর শিক্ষার্থীদের পরিবেশনায় আবৃত্তি, ছড়া, কবিতা এবং তরুণ শিল্পীদের পরিবেশনায় কথামালা মঞ্চস্থ হয়, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, নওগাঁ প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, কবি বরেন্দ্র ফরিদ, লেখক ও সংগঠক মনোয়ার লিটন, ‘হাতেখড়ি’ প্রতিষ্ঠানের সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন।
এ আয়োজনে প্রায় ৪ শতাধিক সংস্কৃতিপ্রেমী দর্শক অংশগ্রহণ করেন এবং শিশুদের উপস্থাপনায় মুগ্ধতা প্রকাশ করেন।

উৎসবের অংশ হিসেবে সকাল থেকে দিনব্যাপী চলে শিশু শিক্ষার্থীদের অর্ধশতাধিক চিত্রকর্ম নিয়ে একটি চিত্রপ্রদর্শনী, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

‘হাতেখড়ি’ প্রতিষ্ঠানের এই দীর্ঘ ৬ বছরের পথচলায় শিশু-কিশোরদের মাঝে সংস্কৃতি চর্চা, সৃজনশীলতা ও নৈতিকতাভিত্তিক মানস গঠনে যে অবদান রেখে চলেছে, এ আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
